Alexa ফেনীতে লংকা পাওয়ারের খুঁটি ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেনীতে লংকা পাওয়ারের খুঁটি ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৪ ২২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে লংকা পাওয়ারের নির্মিতব্য বৈদ্যুতিক খুঁটি ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের পাগলা মিয়া সড়কে বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় তা ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মো. মাসুম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। রায়হান নামে আরো একজন গুরুতর আহত শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, লংকা পাওয়ারের কাজ করার সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ২ শ্রমিক চাপা পড়েন।

তে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। রায়হান নামে অপর শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাসিন্দা।

ডেইলি বাংলাদেশ/আরআর