Alexa ফুল আনতে গিয়ে বাসর করা হলো না বরের

ফুল আনতে গিয়ে বাসর করা হলো না বরের

ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:৫৬ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ, শুধু বাসররাতের ফুল কেনা বাকি। আর সেই ফুল কিনতে বর নিজেই গেলেন। কিন্তু ফুল কেনার আগেই অজ্ঞাত একটি পরিবহন কেড়ে নিল তার জীবন।

বৃহস্পতিবার রাতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌরশহরের পবহাটি কলাহাট এলাকায়। নিহত তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে।

নিহতের বাবা বলেন, শুক্রবার সদরের হাট-বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে তন্ময়ের বিয়ের কথা ছিল। বাড়িতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রাতে বাসরঘরের ফুল কিনতে যায় সে। পরে খবর এলো সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রউফ মোল্লা জানান, সড়কের পাশে মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে ছিলেন তন্ময়। এ সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর