Alexa ফাইনাল খেলছেন না সাকিব

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ

ফাইনাল খেলছেন না সাকিব

ডেস্ক রিপোর্টার ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৭ ১৭ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলবেন না সাকিব আল হাসান। ক্যারিবিয়ানদের বিপক্ষে আজ তাকে ছাড়াই মাঠে নামছে টিম বাংলাদেশ।

গত বুধবার সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠ ছাড়েন সাকিব। 

পিঠের নিচে বাম পাশের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে পর্যবেক্ষণ এবং নিবীড় চিকিৎসাধীন ছিলেন তিনি। 

তাকে খেলানোর জন্য ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করার আশ্বাস দিয়েছিলেন টিম ম্যানেজম্যান্ট। কিন্তু শেষ পর্যন্ত আর হলো না।

শেষ মুহুর্তে ফিজিওর পরামর্শে সাকিবকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। জানা গেছে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।  

এদিকে ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। টানা খেলার কারণে একসঙ্গে পুরো দলের প্র্যাকটিস ছিল না। তবে ইনজুরির কারণে সাকিবকে অনুশীলনে দেখা যায়নি। তিনি হোটেলে বিশ্রাম নিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জাহা/সালি

Best Electronics
Best Electronics