Alexa ফরিদপুরে আগুনে পুড়ে প্রাণ গেল মা-মেয়ের

ফরিদপুরে আগুনে পুড়ে প্রাণ গেল মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১১ ১৯ জানুয়ারি ২০২০  

নিহতের স্বজনদের আহাজারি। (ছবি: ডেইলি বাংলাদেশ)

নিহতের স্বজনদের আহাজারি। (ছবি: ডেইলি বাংলাদেশ)

ফরিদপুরের সদর উপজেলার বিলমামুদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ওই গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে তার স্ত্রী আলেয়া বেগম ও পাঁচ বছরের শিশুকন্যা আদুরী মারা যায়।

ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রাত আনুমানিক ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা ছোট বড় তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই আলেয়া নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। আহত হয় শিশু আদুরী। পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে আদুরীর মৃত্যু হয়।

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একই সময় জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ডেইলি বাংলাদেশ/আরএম