Alexa ফণি ঝড়ে উড়ে আসে এক অচেনা পাখি

ফণি ঝড়ে উড়ে আসে এক অচেনা পাখি

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৭ ১২ মে ২০১৯   আপডেট: ১৭:২১ ১২ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতে সম্প্রতি বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় ফণিতে উড়ে এসেছে একটি অচেনা পাখি। ভারতে উড়ে আসা এই পাখিটি দেখতে ছুটে আসছেন কৌতূহলী মানুষ।

ভারতের হুগলির ডানকুনিতে দেখা মিলল এক অচিন পাখির। সম্ভবত ফণি ঝড়েই কোনোভাবে উড়ে এসেছিল রেড টেইলড ট্রপিকবার্ড নামের পাখিটি।

মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে বিষুব রেখা সংলগ্ন এলাকায় দেখা মেলে এই সামুদ্রিক পাখির।

গত ৪ মে ডানকুনির জগদীশপুর বৈগাছি গ্রামে সান্তনা আচার্য নামে এক ব্যক্তি দেখতে পান এই পাখিটিকে। নিরাপত্তার স্বার্থেই এরপর তাকে একটি সেচ্ছাসেবী সংস্থা এইচইএল-এর হাতে তুলে দেয়া হয়। 

ডেইলি বাংলাদেশ/এমকে