Alexa ‘প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান’

‘প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩৬ ৮ জুলাই ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ধর্ষণ অপরাধ মারাত্মকভাবে বেড়ে গেছে। এর থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশুরাও। এমনকি বাদ যায়নি নয় মাসের শিশুও। 

সম্প্রতি রাজধানীর ওয়ারিতে শিশু সায়মাকে (৭) ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে দেশবাসী। ধর্ষণ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা।

হ্যাশট্যাগ দিয়ে ধর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে ওয়াল ভরে গেছে একটি বাক্যে। সেটি হলো- ‘প্রয়োজনটা খুব বেশি হলে যৌনপল্লীতে যান। তবু বাচ্চাগুলোকে মাফ করেন।’

ফেসবুকে অনেকে এটি লিখে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, সায়মাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সায়মার বাবা। তিনি বলেন, যাদের মেয়ে বাচ্চা আছে, তারা আগলে রাখবেন। এক মুহূর্তের জন্য আড়াল হতে দেবেন না। এসব নরপিশাচের হাত থেকে খেয়াল রাখবেন।

ডেইলি বাংলাদেশ/এসআই