Alexa প্রয়াত বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

প্রয়াত বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৫৯ ২৫ আগস্ট ২০১৯  

প্রিয়াঙ্কা চোপড়া এবং অশোক চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া এবং অশোক চোপড়া

বাবা-মায়ের কাছে সারাজীবন ছোট্টই থেকে যায় তাদের সন্তান। এখন সে সন্তান যত বিখ্যাতই হোক না কেনো। আর বাবা মানেই আশ্রয়। পিগি চপস এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তার হাতে আঁকা ট্যাটুতেও তো লেখা রয়েছে, বাবার ছোট্ট মেয়ে।

শনিবার বাবা অশোক চোপড়ার জন্মদিন উপলক্ষে তার ছবি-সহ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রত্যেক বছর এই দিন আমি আর সিদ্ধার্থ (প্রিয়াঙ্কার ভাই) তোমায় সারপ্রাইজ দেয়ার নানা ধরনের উপায় খুঁজতাম। কিন্তু প্রতিবারই চূড়ান্ত ব্যর্থ হতাম। তুমি সবকিছু কেমন করে জেনে ফেলতে। যেখানেই থাকো জেনে রেখো প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গেই রয়েছ তুমি। যা কিছু ভাল আমার সঙ্গে ঘটেছে তা তোমার আশীর্বাদেই। শুভ জন্মদিন বাবা। তোমায় ভালবাসি।

বাবার জন্মদিনে প্রিয়াঙ্কার ওই মিষ্টি বার্তায় আপ্লুত নেটিজেনরাও। কমেন্ট সেকশনও ভরে উঠেছে মধুর বার্তায়। শুধু নেটিজেনরাই বা কেন! ওই পোস্টে কমেন্ট করেছেন অনুশকা শর্মা থেকে শুরু করে ভিডিও জকি অনুষাও।

বাবার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার মধুর সম্পর্কের কথা বি-টাউন ছাড়িয়ে নেটিজেনদের কাছেও বেশ পরিচিত। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১৩ সালে মারা যান অশোক চোপড়া।

কিছুদিন আগেও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে প্রিয়ঙ্কা বলেছিলেন, এখনো বাবার মৃত্যুকে মেনে নিতে পারিনি পুরোপুরি। শুধু মনে হয় কাজের শেষে যখনই বাড়ি পৌঁছব বাবাকে দেখতে পাব।

ডেইলি বাংলাদেশ/টিএএস