Alexa প্রেম এসেছিলো ইরফান-সারিকার জীবনে!

প্রেম এসেছিলো ইরফান-সারিকার জীবনে!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৯ ২১ জানুয়ারি ২০২০  

সারিকা সাবরিন ও ইফরান সাজ্জাদ

সারিকা সাবরিন ও ইফরান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন সম্প্রতি অভিনয় করেছেন ‘অ্যান আফেয়ার’ নামের একটি খন্ড নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইফরান সাজ্জাদ। জাফরীন সাদিয়ার রচনায় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। 

নাটকটির গল্পে দেখা যাবে, প্রেম কীভাবে জীবনে আসে তা কেউ জানে না। যার জীবনে প্রেম আসে সে খুব ভালো বোঝে প্রেমের মর্ম। তেমনি প্রেম এসেছিলো ইরফান সাজ্জাদ ও সারিকার জীবনে। কখনো প্রকৃতির ভিড়ে, কখনো জিমে একসঙ্গে দেখা মেলে তাদের।

সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি সহজে সবাই পায়? তেমনি এই দু’জনের অহংকার, জেদ মাঝে সব উল্টে পাল্টে দেয়। প্রেমের মাঝ পথেই ঝগড়া লেগে যায় ইরফান-সারিকার। এরপর নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে নাটকের দৃশ্য।

জাফরীন ষ্টুডিও প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত এ নাটকটিতে আরো অভিনয় করেছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানীসহ অনেকে। নাটকের সংগীত আয়োজন করেছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন।

নির্মাতা হাসান রেজাউল জানান, আসছে ভালোবাসা দিবসে টেলিভিশন চ্যানেল ও জাফরীন ষ্টুডিও ইউটিউবে চ্যানেল ‘অ্যান আফেয়ার’ নাটকটি প্রচারিত হবে।
 

ডেইলি বাংলাদেশ/এনএ