Alexa প্রেমিকাকে দ্বীপ জুড়ে ‘ম্যারি মি’ লিখে প্রেমিকের প্রস্তাব

প্রেমিকাকে দ্বীপ জুড়ে ‘ম্যারি মি’ লিখে প্রেমিকের প্রস্তাব

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৬ ১৫ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের প্রেমিকাকে সবাই চায় একটু চমকপ্রদভাবে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু তাই বলে গোটা একটা দ্বীপে ‘ম্যারি মি’ লিখে বিয়ের প্রস্তাব দেয়া সত্যিই অবাক করার মতো! আর এই কাজটি করেছেন জাপানের শিল্পী ইয়াসুশি ইয়াশান তাকাহাসি।

তিনি তার প্রেমিকা নাৎসুকিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জাপানের গোটা হোক্কাইডো দ্বীপ জুড়ে। গোটা দ্বীপ জুড়ে তিনি লিখে দিয়েছেন ‘ম্যারি মি’। কোনো রং তুলি দিয়ে লেখেননি, লিখেছেন গুগল ম্যাপ আর জিপিএস লোকেটর দিয়ে।

৩১ বছর বয়সী ইয়াশান ছয় মাসে হোক্কাইডো দ্বীপে ৪,৪৫১ মাইল রাস্তা ভ্রমণ করেছেন ‘ম্যারি মি’ লেখার জন্য। এমন কীর্তি এটাই প্রথম নয়, ২০০৮ সাল থেকে তিনি এই শিল্পকর্ম করছেন। এর আগে এক পায়রার ছবি এঁকেছিলেন এই পদ্ধতিতে।

ইয়াশান প্রথমে কাগজের ম্যাপ দেখে নিজের যাত্রাপথ ঠিক করে নেন। ঠিক করে নেন কোথায় কোথায় জিপিএস লোকেটর অন করবেন, কোথায় অফ রাখবেন। সেই মত গাড়িতে সব ব্যবস্থা করে জিপিএস ডিভাইস নিয়ে বেরিয়ে পড়েন। জিপিএস অন করা অবস্থান গুগল ম্যাপে রেকর্ড হতে থাকে হলুদ রংয়ের রেখা বা বিন্দু দিয়ে। এভাবে তিনি লিখে ফেললেন ‘ম্যারি মি’।

এবার ভাবছেন, বিয়ের প্রস্তাব তো দিলেন ইয়াশান, তার উত্তর কী এলো? আপনিই ভেবে দেখুন, এত কষ্ট করে, নিষ্ঠা ভরে দেয়া প্রস্তাব কেউ ফেরাতে পারে! নাৎসুকি এই ছবি দেখার পর সময় নষ্ট না করেই হ্যাঁ বলে দেন।

‘ম্যারি মি’ লেখার সেই ভিডিওটি দেখুন:-

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩