Alexa প্রাণ গ্রুপে নিয়োগ

প্রাণ গ্রুপে নিয়োগ

জব কর্নার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪০ ৯ জুলাই ২০১৯   আপডেট: ১৩:১৪ ২৪ জুলাই ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। 

‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) এবং শো-রুম সেলস এক্সিকিউটিভ’ হিসেবে বিভিন্ন জেলায় এই নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস রিপ্রেজেন্টেটিভ এবং শো-রুম সেলস এক্সিকিউটিভ।

আরো দেখুন>>> এক্সিকিউটিভ পদে দ্য ইবনে সিনা’তে ক্যারিয়ার গড়ুন

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেলে স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত। শিক্ষা জীবনে ন্যূনতম জিপিএ ২.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে ৩২ বছর হতে হবে। বিক্রয় বিভাগে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস ও বয়স ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে যাতায়াত ভাতা, বিক্রয়ের ওপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ওপর বিদেশ ভ্রমণ, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির  সুযোগ থাকছে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, সব পরীক্ষা পাসের মূল সনদ ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৯।

সূত্র : জাগোজবস

ডেইলি বাংলাদেশ/আরএজে