Alexa প্রাক্তন প্রেমিক শাহিদকে ‘কবীর সিং’ চরিত্রে দেখতে চাননি কারিনা

প্রাক্তন প্রেমিক শাহিদকে ‘কবীর সিং’ চরিত্রে দেখতে চাননি কারিনা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৫৮ ১৩ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বহুল চর্চিত ছবি ‘কবীর সিং’ দেখেননি কারিনা কাপুর। কিন্তু প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরকে ‘কবীর সিং’-এর মত চরিত্রে একেবারেই পছন্দ হয়নি নবাব পত্নীর। 

সম্প্রতি এক সাক্ষাতকারে এসে এমনটাই জানিয়েছেন তিনি। কারিনা বলেন, আমি ব্যক্তিগতভাবে এরকম একটি চরিত্র একেবারেই পছন্দ করি না। কারণ আমি নিজে এ রকম নই।

শুধু তাই নয় ফিল্মের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে যারা সোচ্চার হয়েছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন কারিনা।

কিন্তু বক্স অফিসে তো ওই ছবি সুপার হিট। তবে? কারিনার বক্তব্য, কিছু মানুষ রয়েছেন (সংখ্যায় অনেকটাই বেশি) যারা ছবিটির সঙ্গে নিজেকে রিলেট করতে পেরেছিলেন। কারণ মানুষ গিয়েছেন ছবিটি দেখতে। তারা যা দেখতে চান তাই দেখতে পেয়েছেন।

সন্দীপ ভাঙ্গা পরিচালিত শাহিদ কাপুর এবং কিয়ারা আদভাণী অভিনীত ‘কবির সিং’ মুক্তির পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল। গল্পের নায়ক কবীর প্রেমিকাকে পাওয়ার জন্য যে যে পন্থা নেয়, তা মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনদের একাংশ। 
গাঁজা-মদ বা সিগারেটকে যেভাবে ব্যর্থ প্রেমিকের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছিল, তা বিস্মিত করেছিল অনেককে।

এছাড়া ছবির পরিচালক সন্দীপ এর বক্তব্য ছিলো আগুনের ঘি ঢালার মতো। তিনি বলেছিলেন, সম্পর্কে চড় মারার অধিকার না থাকলে সেটা প্রেমই নয়! 

যদিও এ সবেই মধ্যেও বক্স অফিসে ৩০০ কোটির বেশি ব্যবসা করেছিল ছবিটি।

ডেইলি বাংলাদেশ/টিএএস