Alexa প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ আটক ২

প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫১ ১৭ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালীর বাগাট নওপাড়ার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফরিদপুরের উত্তর আলীপুর লালন নগরের মনিরুল ইসলামের ছেলে রাব্বী শিকদার ও পূর্ব খাবাসপুরের হালিম মিয়ার ছেলে সজিব শেখ।

মধুখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (মধুখালী সার্কেল) মো. আনিসউজ্জামান লালনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নওপাড়া সড়কের মাথা থেকে চুয়াডাঙ্গা-ফরিদপুরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস