Alexa প্রস্তুতির সময় ধরা খেলেন পাঁচ ডাকাত

প্রস্তুতির সময় ধরা খেলেন পাঁচ ডাকাত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৫০ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে গোপালদী পৌরসভার সদাসদী পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার গোলাকান্দাইল এলাকার হারুনের ছেলে কাউসার আহমেদ, একই এলাকার ইসলামের ছেলে রুবেল, গোপালদী পৌরসভার সদাসদী পূর্বপাড়া এলাকার হাছানের ছেলে ফাহিম, হান্নানের ছেলে সাঈদী ও খোকনের ছেলে আলাল।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান, সদাসদী পূর্বপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর