Alexa প্রবেশপত্র নিতে এসে প্রাণ গেল কলেজছাত্রের

প্রবেশপত্র নিতে এসে প্রাণ গেল কলেজছাত্রের

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:১০ ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৮:২৫ ২২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় পরীক্ষার প্রবেশপত্র নিতে এসে মো. ইসহাক মিয়া এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। 

নিহত ইসহাক মিয়া ওই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ইসহাকের বড় বোন মায়া জানান, প্রবেশপত্রের রেজিট্রেশন নম্বর চেয়ে ভাই কলেজ থেকে ৩/৪ বার ফোন দেন আমাকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রেজিট্রেশন নম্বর পাইনি। এ কথা বলার ৫/৬ মিনিট পর তার সহপাঠীরা জানায়, ভাই অসুস্থ তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন।

কলেজ অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী জানান, ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র নিতে আসলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ইসহাক। এরপর হাসপাতালে নেয়া হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমা জানান, ইসহাক মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি মারা গেছেন। 

ডেইলি বাংলাদেশ/আরএম