Alexa প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলে শিক্ষকদের র‌্যালি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলে শিক্ষকদের র‌্যালি

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫৭ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি ও স্বারকলিপি প্রদান করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এবং টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা। 

রোববার সকালে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে র‌্যালি নিয়ে এসে টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি (সার্বিক) মোহাম্মদ মোশরার হোসেন খান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ার হোসেন, টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোহাম্মদ মনিরুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকরা।

প্রসঙ্গত, সারাদেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) বিষয়ক প্রকল্পটি গত ২১ জানুয়ারি একনেক সভায় অনুমোদন হয়।

ডেইলি বাংলাদেশ/জেডআর