Alexa প্রথম মায়ের ডাক শুনে জন্মবধির শিশুর প্রতিক্রিয়া

প্রথম মায়ের ডাক শুনে জন্মবধির শিশুর প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪১ ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:৪৯ ১৩ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশুটি জন্ম থেকেই বধির ছিল। পরে কানে হিয়ারিং এইড লাগানো হলো। এটি লাগানোর পর প্রথম সে মায়ের কন্ঠ শুনতে পায়। 

কানে হিয়ারিং এইড লাগানোর পর প্রথম যখন সে মায়ের কণ্ঠ শুনতে পেল, মুহূর্তেই পাল্টে গেল প্রতিক্রিয়া। খুশিতে উচ্ছ্বল হয়ে উঠল সে।

শিশুটির নাম জর্জিয়া এডিসন। বয়স চার মাস।  জন্মের সপ্তাহখানেক পর তার মা-বাবা তাকে হিয়ারিং এইড পরান। 

তার বাবার নাম পল, মা লুইস। দুজনই ব্রিটিশ। প্রতিদিন সকালে তারা মেয়ের কানে হিয়ারিং এইড গুঁজে দেন আর প্রতিক্রিয়া দেখেন।

আন্তর্জাতিক মাধ্যমে বেশ সাড়া জাগায় ভিডিওটি।

ডেইলি বাংলাদেশ/এমএইচ