Alexa প্রথম টেস্টের আগে ইন্দোরে ঘাম ঝরালো টাইগাররা

প্রথম টেস্টের আগে ইন্দোরে ঘাম ঝরালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২২ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:২৯ ১২ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেড প্রস্তুতি হিসেবে ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।   

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের এই সিরিজে মুখোমুখি হচ্ছে দু'দেশ।

মঙ্গলবার অনুশীলনের ব্যাটসম্যানদের একান্তে সময় দেন দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বোলিং ও ফিল্ডিংয়ে সামান্য কিছু সময় দিয়েছিলো টাইগাররা। কিন্তু তাদের মূল মনযোগ ছিলো কিভাবে ভারতের স্পিন আক্রমণ সামলানো যায় তার উপর।

সাম্প্রতিক দিনগুলোতে ভারতের তিন পেসার উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিরা তাদের গতি ও শর্ট বাউন্সার দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন। তাদের বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুল শটে বিশেষ সময় দিয়েছেন।

২৪০ পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত। অপরদিকে এখনো কোন টেস্টই খেলেনি বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ১৪ নভেম্বর মুখোমুখি হবে দু'দল। এরপর ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্টে গোলাপী বলে মাঠে নামবে তারা। এই টেস্ট দিয়ে দিবা-রাত্রির টেস্টে পথচলা শুরু হবে বাংলাদেশ ও ভারতের।

ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বীন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুবমান গিল, রিশাব পান্ট।

বাংলাদেশ স্কোয়াড:  মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

ডেইলি বাংলাদেশ/এম