Alexa প্রতিমা বিসর্জনের আগে বন্ধু হয়ে গেল খুনী!

প্রতিমা বিসর্জনের আগে বন্ধু হয়ে গেল খুনী!

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৩৭ ৯ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এ কেমন বন্ধু! সামান্য কথা কাটাকাটির জেরে প্রতিমা বিসর্জন দেয়ার সুযোগও দিল না। এর আগেই ঘাতক হয়ে কেড়ে নিল প্রাণ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের নগরীর গোলপুকুর পাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম শাওন ভট্টাচার্য। সে নগরীর ব্রাহ্মপল্লী রোড এলাকার সুভাষ শীষ ভট্টাচার্যের ছেলে এবং ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ময়মনসিংহের এসপি শাহ আবিদ হোসেন বলেন, ৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় তার বন্ধুদের সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। শাওনের গ্রামের বাড়ি চট্টগ্রামের পুটিয়া উপজেলার ছনহরা গ্রামে। তার বাবা ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে। বাবা সুভাষ শীষ ভট্টাচার্য নেত্রকোনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ