Alexa প্রচারিত হলো মাহফুজুর রহমানের ঈদের গান (ভিডিও)

প্রচারিত হলো মাহফুজুর রহমানের ঈদের গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫২ ৮ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদ উপলক্ষে ভক্তদের জন্য নতুন গান গেয়েছেন ড. মাহফুজুর রহমান। ঈদের তৃতীয় দিন শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয় গানটি।

‘মন থেকে রইল শুভ কামনা’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠানের ১০টি গানই শ্রোতারা উপভোগ করেন ড. মাহফুজুর রহমানের কণ্ঠে।

সবগুলো গানই রোমান্টিক ধরনের। গানগুলো শিরোনাম হলো - ভুলে গেলে তুমি, মনের কারাগারে, শত চেষ্টাতেও, যে ক্ষতি, দেখছি যতই, আমার পৃথিবী, ফিরে এসো, চাঁদ মুখ, কোথায় হারালে এবং তুমি এক পা বাড়ালে।

সব গানের সুর করেছেন যৌথভাবে মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, নাজমা মোহাম্মদ, মোহাম্মদ ইকবাল হোসেন, শেখ রেজা শানু এবং রাজেশ ঘোষ।

২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। এরপর ২০১৭-এর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ শিরোনামে বেশ কয়েকটি গান নিয়ে হাজির হন তিনি। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ প্রকাশ হয়। সে গানগুলো দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালেও তার ‘বলো না তুমি কার’ একক সংগীতানুষ্ঠান প্রচারিত হয় এটিএন বাংলায়। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর ২০১৯ এও নিজের ১০টি গান নিয়ে হাজির হন তিনি।

দেখুন ভিডিও>>> 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics