প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেল হেলপারের
নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:১৭ ২৬ জানুয়ারি ২০২০ আপডেট: ১৩:১৯ ২৬ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এর চালক।
শনিবার রাতে আষাঢ়িয়া চর এলাকায় একটি পুলিশ চেকপোস্টের আগে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সাগর। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে মালবাহী একটি কাভার্ড ভ্যান নরসিংদী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্টের আগে কাভার্ডভ্যানের চালক ও হেলপার গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়কের পাশে যান।
সে সময় ছিনতাইকারীরা তাদের আটকিয়ে প্রথমে হেলপার সাগরকে কয়েকটি ছুরিকাঘাত করে। এতে তার পেটের কিছু অংশ বেরিয়ে যায়। এ সময় চালককেও ছুরিকাঘাত করা হয়। সে সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যান। ঘটনাস্থলেই হেলপার মারা গেলে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. শরীফ বলেন, নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর