Alexa প্রকাশ্যে ধূমপান করায় ছয়জনের দণ্ড 

প্রকাশ্যে ধূমপান করায় ছয়জনের দণ্ড 

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:২৬ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটি ডিসি কার্যালয়ের ক্যান্টিনের সামনে প্রকাশ্যে ধূমপান করায় ছয়জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার বিকেলে এ রায় দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রলব হোম দাশ। 

অর্থদণ্ডিতরা হলেন- জেলার কাপ্তাইয়ের মো. নুরুল ইসলাম, জিন্দাধন তঞ্চঙ্গা, ওসমান আলী, অংসাবহি মারমা, বাঘাইছড়ির স্নেহ কুমার চাকমা ও স্মৃতি রঞ্জন চাকমা।

ধূমপায়ী নুর ইসলাম বলেন, এখানে প্রকাশ্যে ধূমপান করা যায় না বলে জানতাম না। জানলে ধূমপান করতাম না। আর আমি অনেক দূরে ছিলাম। একজন পুলিশ আমাকে ডেকে এনে ম্যাজিস্ট্রেটের কাছে ধরিয়ে দিয়ে ৫০ টাকা জরিমানা করেছে। এজন্য আমার কোনো দুঃখ নেই। তবে পুলিশ যে প্রকাশ্যে ধূমপান করে সে বিচার কে করবে? আমার দাবি সবাইকে আইনের আওতায় আনা হোক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রলব হোম দাশ বলেন, প্রকাশ্যে ধূমপানের দায়ে পাঁচজনকে ১০০ টাকা ও একজনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ