Alexa পেপার ফোন আনল গুগল!

পেপার ফোন আনল গুগল!

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৫৭ ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:০৮ ৪ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেখতে ভাঁজ করা কতগুলো কাগজের টুকরোর মতনই। এটিকে ফোন হিসেবে বললেও আদৌ কোনো ফোন নয়। বলা হচ্ছে একটি অ্যাপের কথা। যার নাম পেপার ফোন। 

স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি দিতেই এই পেপার ফোন এনেছে গুগল। এটির মাধ্যমে স্মার্টফোন ব্যবহার ছাড়াও গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানা যাবে। নেটিজেনদের মধ্যে এই অ্যাপ নিয়ে শুরু হয়েছে নানা কৌতুহল।

এই অ্যাপটি মার্কিন টেক জায়ান্ট গুগলের ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টস প্রজেক্টের ফসল। এটিকে গুগল বলছে ডিজিটাল ডিটক্স। যদিও এই ফোন দিয়ে সেলফি তোলা যাবে না, কাউকে ফোনও দেয়া যাবে না।

স্মার্টফোন ব্যবহারকারীদের স্ক্রিন টাইম কমিয়ে আনতে অ্যাপটি বুকলেট হিসেবে কাজ করবে। অ্যাপটির মধ্যে দেয়া আছে কন্টাক্ট লিস্ট থেকে শুরু করে নোটবুক, ওয়েদার চ্যানেল, ম্যাপ, ফোটো, ক্যালেন্ডার রিমাইন্ডার ইত্যাদি প্রয়োজনীয় তথ্য।

অ্যাপটি ব্যবহার করে সারা দিনের প্রয়োজনীয় তথ্য স্মার্টফোন থেকে প্রিন্ট করা যাবে। প্রিন্ট করা সেই কাগজটি ভাঁজ করে সঙ্গে নিয়ে ঘোরা যাবে।

অ্যাপ নির্মাতাদের মতে, ‌যারা স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটাতে চান না আবার প্রযুক্তির সঙ্গেও আপোস করবেন না, তাদের জন্যই এই অ্যাপ।‌  

ডেইলি বাংলাদেশ/জেডআর