পেটে মিলল হাজারো ইয়াবা, দুই যুবক আটক
কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০১:২৯ ১৭ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পেটের ভেতর পাঁচ হাজার ইয়াবা নিয়ে পাচারের সময় দুই যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার কুমিল্লা রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ডোকরা গ্রামের আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন ও নাটোর সদর উপজেলার চকবদিনাথ গ্রামের বাবুল আহমেদের ছেলে হেলাল উদ্দিন।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, পেটের ভেতরে পাঁচ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনে কুমিল্লা রেলস্টেশনে নামে। ট্রেন থেকে নামার পর র্যাবের উপস্থিতি টের পেয়ে স্টেশন ছাড়ার চেষ্টা করে ওই দুই মাদক ব্যবসায়ী। এ সময় র্যাব তাদের আটক করে। পরে এক্স-রের মাধ্যমে ইয়াবার অস্তিত্ব মেলে। এ প্রক্রিয়ায় কিছু ইয়াবা গুঁড়া হয়ে যায়। শেষ পর্যন্ত চার হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।
ডেইলি বাংলাদেশ/এমআর