Alexa পেকুয়ায় সাত অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

পেকুয়ায় সাত অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৬ ২৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় সাতটি অস্ত্র ও ৩৮ গুলিসহ ডাকাত মো. আনছার ও মো. কাছিমকে গ্রেফতার করেছে র‌্যাব।  

মঙ্গলবার রাতে উপজেলার রাজাখালী সুন্দরী পাড়ার সাবের আহমদ সেতুর টংঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- উপজেলার রাজাখালীর বামুলা পাড়া এলাকার আহমদ ছফার ছেলে মো. আনছার ও বজল আহমদের ছেলে মো. কাছিম।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, সাবের আহমদ সেতুর পাশের টংঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে এক নলা বন্দুকসহ আনছার ও কাছিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে টংঘর থেকে আরো চারটি এলজি, একটি এয়ারগান ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পতেঙ্গা ক্যাম্পের এসআই প্রশান্ত কুমার ভৌমিক বাদী হয়ে একটি মামলা করেছেন। 

তিনি আরো জানান, আনছার ও কাছিম দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধভাবে চিংড়ি ঘের দখল ও মৎস্য প্রজেক্টে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে ২০টির মতো মামলা চলমান রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ