Alexa পেঁয়াজের জন্য শান্তিপূর্ণ দীর্ঘ লাইন

পেঁয়াজের জন্য শান্তিপূর্ণ দীর্ঘ লাইন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২৫ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরেও ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়ায় এ কার্যক্রমে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। 

সারাদেশের মতো জীবননগরের প্রতিটি হাট-বাজারেও এক মাস ধরে ২০০-২৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ অবস্থায় মঙ্গলবার কোনো ঘোষণা ছাড়াই সরকারিভাবে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির খবরে উৎসুক জনতা ভিড় করেন উপজেলা চত্বরে। 

মঙ্গলবার সকালে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, ইউএনও সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (অপারেশন) মোল্যা সেলিমসহ প্রমুখ।

প্রথম দিনেই এক হাজার মানুষের মধ্যে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো নারী-পুরুষ দীর্ঘ লাইনে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ ক্রয় করেন। এ সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার-ভিডিপি দায়িত্ব পালন করেন।

ডেইলি বাংলাদেশ/জেএস