Alexa একটা পেঁয়াজের আশায় ট্রাকের নিচে বসে থাকে পথশিশুরা!

একটা পেঁয়াজের আশায় ট্রাকের নিচে বসে থাকে পথশিশুরা!

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৫১ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:৫৬ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশে পেঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। পেঁয়াজের মূল্য কেজিপ্রতি ২২০ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষ পেঁয়াজের দাম কমার প্রহর গুনছে। 

এমতবস্থায় নিম্ন আয়ের মানুষের জন্য পেঁয়াজ যেন এক  অসম্ভব হয়ে পড়েছে।  প্রমাণ মিললো বন্দরনগরী চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জসহ বেশ কিছু এলাকায়।

জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাগুলোতে পেঁয়াজ সংগ্রহের জন্য পেঁয়াজের ট্রাকের নিচে পথশিশুদের বসে থাকতে দেখা যায়। যেটুকু পেঁয়াজ বস্তা নামানো উঠানোর সময় পড়ে যায় সেগুলো তারা তুলে নেয়। সেই পেঁয়াজগুলোই তারা ১০০ টাকায় পরে বিক্রি করে। এভাবে তাদের দিনান্তে ৫০০ টাকার মতো আয় হয়।

পেঁয়াজের অপেক্ষায় থাকা এক শিশু জানায়, প্রতিদিন সকালে সে ব্যাগ হাতে খাতুনগঞ্জে চলে আসে। এরপর ট্রাকে পেঁয়াজ ওঠা-নামার সময় মাটিতে পড়ে যাওয়া পেঁয়াজ কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরে। এভাবে বিকেল পর্যন্ত পেঁয়াজ কুড়ায়। ব্যাগ ভরে গেলে চলে যায় পাশের খুচরা দোকানে।

ব্যবসায়ীদের একজন জানান, এরা পেঁয়াজ আনলে আমরা নেই। কারণ ওরা কমদামে বিক্রি করে।

ডেইলি বাংলাদেশ/এমকে