Alexa পেঁপে পাড়া নিয়ে সংঘর্ষ, হাসপাতালে চারজন 

পেঁপে পাড়া নিয়ে সংঘর্ষ, হাসপাতালে চারজন 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৫৪ ১৪ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে পেঁপে পাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার সারদা ইউপির খোর্দ্দগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের আতাহার আলীর ছেলে মানিক, আহাদ আলীর ছেলে ইদ্রিস ও তার পক্ষের ইয়াছিন, শিহাব। 

স্থানীয়দের বরাত দিয়ে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, মানিক ও ইদ্রিসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার বিরোধপূর্ণ জমিতে থাকা পেঁপে গাছ থেকে ইদ্রিস কয়েকটি পেঁপে পাড়তে গেলে মানিক বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোক লাঠি নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। এতে মানিক পক্ষের মানিক ও ইদ্রিস পক্ষের ইয়াছিন, শিহাব ও ইদ্রিস আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহতদের মধ্যে ইদ্রিস, ইয়াছিন ও শিহাবকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 

ডেইলি বাংলাদেশ/এমকেএ