Alexa পূবাইলে ট্রেনের নিচে প্রাণ গেল যুবকের

পূবাইলে ট্রেনের নিচে প্রাণ গেল যুবকের

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৪ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনে কাটা পড়ে রনি নামে এক যুবক নিহত হয়েছেন।

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত রনি ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের নান্নু মিয়া ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, কিভাবে রনি ট্রেনের নিচে কাটা পড়ল, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। পকেটে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পুলিশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ওসি ফেরদৌস আহম্মেদ বিশ্বাস জানান, রনির বাড়ি খুঁজতে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ