Alexa পূজার ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

পূজার ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০২ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুরে পূজার জন্য শিউলি ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নাতনি আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার বৃন্দাবন পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত রবি বালা বৃন্দাবন পাড়ার যাত্রারাম সরকারের স্ত্রী।

রবি বালার নাতনি শ্রাবণী জানান, ভোরে পূজার জন্য শিউলি ফুল তুলতে বাইরে যান রবি বালা। ওই সময় আলো জ্বালার জন্য সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে বাঁচাতে গেলে আহত হন শ্রাবণী নিজেও।

পরিবারের সদস্যরা জানান, শ্রাবণীর চিৎকারে সবাই এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে রবি বালার মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, পরিবারের সদস্যদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর