Alexa পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০৮ ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ১৪:১১ ৭ নভেম্বর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজধানীর বাড্ডায় র‍্যাবের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও র‌্যাবের জ্যাকেটসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতির সময় বাড্ডা ও ভাটারা এলাকায় মহানগর উত্তরের ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএইচ