পুরো হাসপাতালই আইসোলেশন সেন্টার, কোয়ারেন্টাইনে সাতজন
নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৪৪ ১৩ মার্চ ২০২০ আপডেট: ২২:০৫ ১৩ মার্চ ২০২০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলাব
করোনাভাইরাস মোকাবিলা ও আক্রান্তদের চিকিৎসায় নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আইসোলেশন সেন্টার বানানো হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন।
তিনি জানান, বেলাব হাসপাতালে একশ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নরসিংদী সদর ও রায়পুরা উপজেলায় সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ডিসি আরো জানান, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সব উপজেলার হাসপাতালে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রবাসীদের নজরদারিতে রাখা হচ্ছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সাতজন এক সপ্তাহ আগে ইতালি ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
ডেইলি বাংলাদেশ/এআর