Alexa পুরুষ রোগীর প্রেগন্যান্সি টেস্ট দিলেন ডাক্তার!

পুরুষ রোগীর প্রেগন্যান্সি টেস্ট দিলেন ডাক্তার!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৫৬ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০২:৫৭ ১৫ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হাসপাতালে এসেছিলেন পেটের ব্যথা নিয়ে। চিকিৎসক তাদের গর্ভাবস্থা পরীক্ষা করতে বলেন। প্রথমে শুনলে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু যদি শোনেন, যারা পেটের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন, তারা কোনো নারী নন, তারা দু’জনই পুরুষ তবে অবাক হতেই হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ডে। 

রাজ্যের ছাত্রা জেলায় পেটে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যান গোপাল গানঝু ও কামেশ্বর জানহু নামে দুই ব্যক্তি। তাদের প্রেগন্যান্সি টেস্ট, এইচআইভি ও হিমোগ্লোবিন পরীক্ষাও করতে বলেন ডাক্তার। ভারতের মুকেশ কুমার নামে এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

দুই রোগী চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় তদন্তের নির্দেশও দেয়া হয়েছে। যদিও ওই ঘটনার কথা অস্বীকার করেছেন ওই চিকিৎসক।

এর আগে দেশটির ইস্ট সিংভূম জেলার এক চিকিৎসক এক নারীর পেট ব্যাথার ওষুধ হিসেবে কন্ডম দিয়েছিলেন। মহিলা যখন প্রেসক্রিপশন নিয়ে ওষুধ দোকানে যান, তখন দেখেন প্রেসক্রিপশনে লেখা আছে কন্ডমের নাম।

ডেইলি বাংলাদেশ/আরএ