Alexa পূজায় যার প্রেমে পড়েছিলেন পূজা চেরি

পূজায় যার প্রেমে পড়েছিলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৫৯ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:১২ ৯ অক্টোবর ২০১৯

পূজা চেরি

পূজা চেরি

পূজায় তার মনে রং লেগেছিল। তাই নিজেকে পরিপাটি করে বেরিয়ে পরেন। সঙ্গে ছিলেন মা। আর মাকে নিয়েই ঘুরে ঘুরে দেখেন পূজামণ্ডপ। তখনই প্রেমে পড়েন চিত্রনায়িকা পূজা চেরি। 

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শোবিজ অঙ্গনের তারকারাও এর আনন্দে মেতেছেন। পূজা চেরি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ব্যস্ততা কাটিয়ে মাকে নিয়ে বের হন পূজামণ্ডপ দেখতে।

পূজার অনুভূতির কথা জানাতে গিয়ে পূজা চেরি বলেন, পূজামণ্ডপে গেলে প্রতিমার প্রেমে পড়ে যাই। খুব করে প্রতিমাগুলো দেখি।

নায়িকা হওয়া পর মণ্ডপে যাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা বলেন, গতবার সিনেমা মুক্তির পর পূজামণ্ডপে গিয়ে একটু পরিবর্তন মনে হয়েছিল। কিছু লোক সেলফি তুলতে ছুটে আসে। আবার কিছু লোক চেয়ে চেয়ে দেখেছেন। আমার মনে হয়েছে, অনেকে দ্বিধায় ছিলেন আমি নায়িকা পূজা কিনা। বিষয়গুলো ভালো লেগেছে। উপভোগ করেছি।

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন পূজা চেরি। নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে প্রশংসিত হয়ে দর্শক মনেও জায়গা করে নেন। 

পূজা চেরির পরবর্তী সিনেমা ‘জিন’। নাদের চৌধুরী পরিচালিত এ সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সজল-পূজা ছাড়াও এতে রোশান-মুন জুটিকে দেখা যাবে। এছাড়া ‘শান’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিএএস