Alexa পুকুরে ভেসে উঠল ভাই বোনের লাশ

পুকুরে ভেসে উঠল ভাই বোনের লাশ

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৫ ১৮ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো দুই শিশু হলো উপজেলার শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের পুত্র আরাফাত ছানী ও মারিয়া আক্তার।

ওবায়দুল হক হাওলাদার জানান, শনিবার সকালে সবার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করা হয়। পরে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

ডেইলি বাংলাদেশ/এমকে