পিরোজপুরে পাসপোর্ট করতে গিয়ে ধরা খেলেন রোহিঙ্গা
পিরোজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৫ ১৭ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরে পাসপোর্ট অফিস থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ভান্ডারিয়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জামাল মিয়ানমারের আরাকান রাজ্যের ডেমিনা থানার রাম্যখালীর বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গাদের দেয়া পরিচয়পত্র অনুযায়ী তার বাবা আমির হোসাইন ও মা বেলুয়া বেগম।
পিরোজপুর অতিরিক্ত এসপি মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন) বলেন, জামাল মিয়ানমারের নাগরিক। তিনি অবৈধভাবে পাসপোর্ট করে বিদেশে যেতে চেয়েছিলেন। তাকে পিরোজপুর গোয়েন্দা পুলিশ আটক করেছে।
মোল্লা আজাদ আরো জানান, অবৈধভাবে বিদেশ যাওয়ার জন্য রোববার দুপুরে জামাল পিরোজপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেয়ার পর আঙুলের ছাপ দিতে আসেন। কিন্তু ছাপ দিতে না পেরে তার আবেদনে উল্লেখ করা ঠিকানানুযায়ী ভান্ডারিয়া আসেন। কিন্তু তিনি গোয়েন্দা পুলিশের নজর এড়াতে ব্যর্থ হন।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, এর আগে ২০১৭ সালে জামাল তার দুই ভাই আবু তৈয়ব, আবু হায়াত এবং তিন বোন রুখাইয়া, জামালিডা এবং সোমাসহ বাংলাদেশে আসেন। কক্সবাজার জেলার বালুখালী ক্যাম্পে ছিলেন তারা।
ডেইলি বাংলাদেশ/আরএম