পায়ুপথে বাতাস ঢুকিয়ে ঘুমন্ত শ্রমিককে হত্যাচেষ্টা
খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৭ ১৬ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
খুলনার দিঘলিয়ায় সহকর্মীদের বিরুদ্ধে জুট মিলের এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে দিঘলিয়ার সাগর জুট মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল আলী ওই উপজেলার সেনহাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফুলের চাচা মাসুদ শেখ জানান, কাজ শেষে জুট মিলে ঘুমিয়ে ছিলে আশরাফুল। এ সময় শ্রমিক নাজমুলসহ কয়েকজন তার হাত-পা চেপে ধরে পায়ুপথে ময়লা পরিষ্কার করার মেশিন ঢুকিয়ে বাতাস দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে আশরাফুল। পরে আরো শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দিঘলিয়া থানার ওসি মঞ্জুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এআর