Alexa কালো-রোগা স্বামীকে মেনে না নেয়ায় স্ত্রীর আত্মহত্যা

কালো-রোগা স্বামীকে মেনে না নেয়ায় স্ত্রীর আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৩ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৭:১৪ ১৩ অক্টোবর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

টানা চার বছর প্রেমের পর পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীর গায়ের রং কালো ও রোগা হ্যাংলা পাতলা বলে মেনে নিতে পারছিলেন না স্ত্রীর পরিবার। এ ঘটনার জেরে অভিমানে মিমি আক্তার (ছদ্ম নাম) নামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন।

রোববার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদা গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিজ বাবার বাড়িতে বিষপানের পর ওই গৃহধূকে স্বজনেরা উদ্ধার করে দুপুর ১২টায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মৃতের স্বামী জানান, ঘটনার  দিন সকালে দু’বেলা অনাহারে থাকাবস্থায় বিষ পান করে মিমি।  

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ হাসপাতালে গেছে প্রকৃত ঘটনা উদঘটনের জন্য লাশের ময়নাতদন্ত হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ