Alexa পার্কে বসে আড্ডা, ৪০ তরুণ-তরুণী আটক

পার্কে বসে আড্ডা, ৪০ তরুণ-তরুণী আটক

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:১০ ২০ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর শহরের দড়াটানা কালেক্টরেট পার্কে আড্ডা দেয়ার সময় ৪০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের আটক করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালেক্টরেট পার্কে অভিযান চালানো হয়। এ সময় ৪০ তরুণ-তরুণীকে আটক করে থানায় আনা হয়। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, পার্কে অনেক সময় তরুণ-তরুণীরা নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি পথচারীরা দেখে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর