Alexa পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪৪ ১৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে কেক কাটা ও আনন্দ সমাবেশ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, এডিশনাল এসপি গৌতম কুমার বিশ্বাস, বেসরকারি টেলিভিশন মালিক সমিতির সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনাকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধ পাবনা রেখে যেতে হবে। পাবনার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

১৮২৮ সালের ১৬ অক্টোবর পাবনাকে স্বতন্ত্র জেলা ঘোষণা করা হয়। ৩৫১ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের পাবনা জেলায় ৯টি উপজেলা রয়েছে। ২০১০ সালের আদমশুমারী অনুযায়ী জেলার জনসংখ্যা ২৪ লাখ ৯৭ হাজার।

ডেইলি বাংলাদেশ/এআর