পাবনায় বন্দুকযুদ্ধে নিহত ডাকাতের সাত সঙ্গী গ্রেফতার
পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৭:২০ ২৬ জানুয়ারি ২০২০ আপডেট: ০৭:২১ ২৬ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাত সদস্য ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বন্দুকযুদ্ধে নিহত ডাকাত ওয়ালীউল্লাহর সঙ্গী।
গ্রেফতাররা হলেন- বেড়া উপজেলার জোড়দহ গ্রামের রিফাত সর্দার, নজরুল ইসলাম, বাঙ্গাবাড়ি গ্রামের সজিব, শুভ, শানিলাশাহ পাড়া গ্রামের শিমুল, টাংবাড়ী গ্রামের বাপ্পী, সুজন।
শুক্রবার রাতে তাদের গ্রেফতারের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, গ্রেফতাররা কয়েকদিন ধরে সাঁথিয়ার বিভিন্ন গ্রামে ডাকাতি ও নিরীহদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিলো। কয়েকদফা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান, এ নিয়ে ডাকাত দলটির ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের সরদার ওয়ালীউল্লাহ কয়েক মাস আগে ক্রসফায়ারে নিহত হয়েছেন। সেই থেকে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন সেকেন্ড ইন কমান্ড সুমন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি বাংলাদেশ/এআর