Alexa পাবনায় আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য আটক 

পাবনায় আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য আটক 

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:৩৬ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ২৩:৩৮ ১৩ অক্টোবর ২০১৯

পাবনার দুই উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যায় বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- জেলার বেড়ার হাতিগাড়া গ্রামের ওয়াদুদ আলীর ছেলে মো. ওয়াজেদ আলী, শম্ভপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ, আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ, পায়না গ্রামের ছিদ্দিকের ছেলে মিজানুর রহমান মিজান ও সাঁথিয়ার রাঙামাটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রুহুল আমিন। 

বেড়া থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটকরা নাশকতা সৃষ্টিসহ নানা জঙ্গি কর্মকাণ্ড করতে সদস্য সংগ্রহ ও সংগঠিত হচ্ছিল। তাদের বিরুদ্ধে বেড়া থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব মামলাটির তদন্ত করবে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ