Alexa পাথরঘাটায় বুলবুল মোকাবিলায় প্রস্তুত উপকূলবাসী

পাথরঘাটায় বুলবুল মোকাবিলায় প্রস্তুত উপকূলবাসী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৬ ৯ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে। সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে এরমধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুলবুল এর প্রভাবে শনিবার সকাল থেকেই বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় শুরু হয় থেমে থেমে বৃষ্টি। বাতাস না থাকায় উপকূলীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কাউকে আশ্রয় কেন্দ্রে যেতে তেমন দেখা যায়নি। 

শুক্রবার ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সকাল ১১টার দিকে জরুরি সভা করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। 

পাথরঘাটা উপজেলায় সরকারি তালিকাভুক্ত ৭৪টি সাইক্লোন শেল্টারসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো খুলে দেয়া হয়ছে। প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি), রেডক্রিসেন্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক, আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা দেখিয়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে উপকূলের সব ট্রলার এখনো নিজ ঘাটে ফিরে আসতে পারেনি বলে জানা গেছে।

পাথরঘাটা ইউএনও মো. হুমায়ুন কবির জানান, দুর্যোগ থেকে জানমাল রক্ষার্থে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘূর্ণিঝড় বুলবুলের গতিবিধি লক্ষ্য রেখে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম