Alexa পাটুরিয়া নৌঘাটে অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন

পাটুরিয়া নৌঘাটে অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৩ ৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বুধবার দুপুরে বাড়তি চাপে উভয় ঘাট এলাকায় প্রায় হাজারের অধিক যানবাহনের রয়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার (বাণিজ্য বিভাগ) ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পাটুরিয়া ঘাটে দুই শতাধিক যাত্রীবাহী পরিবহন অপেক্ষমান রয়েছে। এছাড়া পণ্য বোঝাই ট্রাক রয়েছে চার শতাধিক।

আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে পাঁচটি ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। নদীতে স্রোত বেশি থাকায় দৌলতদিয়া ঘাটে পল্টনের সমস্যা রয়েছে। সেই কারণে সেগুলোও যেকোনো মুহূর্তে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। 

মানিকগঞ্জের এএসপি (শিবালয় সার্কেল) মাহবুব রহমান বলেন, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া সংযোগ সড়কে আরিচামুখী দুই শতাধিক পণ্য বোঝাই ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। এছাড়া পাটুরিয়া ট্রাক টার্মিনালে চার শতাধিক পণ্য বোঝাই ট্রাক রয়েছে। তাছাড়া যাত্রীবাহী পরিবহনের লাইন আরসিয়ালের মোড় ছাড়িয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ