Alexa পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু 

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪০ ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৯:৪২ ২২ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৯ টা ২৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ছয়টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পারাপারের অপেক্ষায় ছিলো শতাধিক যানবাহন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি
চলাচল শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, ঘাট পারের জন্য মালবাহী ট্রাক, বাস এবং ছোট গাড়িসহ প্রায় চারশত গাড়ি অপেক্ষায় থাকলেও ঘণ্টাখানেকের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিআরএইচ