Alexa পাটকেলঘাটায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাটকেলঘাটায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:১৪ ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:২৪ ১৩ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায়  নছিমনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০ টায় পাটকেলঘাটা বাজারের কাছে আচিনতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অমিত দেবনাথ তালার খলিষখালি গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

খলিষখালীর মেম্বার উত্তম কুমার দে জানান, অমিত দেবনাথ বুধবার সকালে খলিষখালী থেকে বই আনার উদ্দেশ্যে মোটরসাইকেলে পাটকেলঘাটা যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা বাজারের কাছে আচিনতলায় পৌঁছালে একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, বিষয়টি শুনেছি তবে এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
 

ডেইলি বাংলাদেশ/জেএস