Alexa পাটকলে আর কত দিন অর্থায়ন: অর্থমন্ত্রী

পাটকলে আর কত দিন অর্থায়ন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:০৯ ১৫ মে ২০১৯   আপডেট: ১৮:২৪ ১৫ মে ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

গত ১০ বছরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোয় ৭ হাজার কোটি টাকা দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পাটকলে আর কত দিন অর্থায়ন করব?

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন রাখেন।

খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বকেয়া বেতনের দাবিতে পাটকল শ্রমিকরা আন্দোলন করছেন। এ বিষয়ে সরকার কী করছে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন দেশেই রয়েছেন। আমি তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আমার বিশ্বাস; তিনি এর সমাধান বের করতে পারবেন।

অর্থমন্ত্রী আরো বলেন, আমি যেহেতু সরাসরি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে না, তাই এ বিষয়ে কথা বলাও আমার ঠিক হবে না। ওই মন্ত্রণালয়ে দু’জন মন্ত্রী আছেন। মন্ত্রীরা অবশ্যই কোনো না কোনো প্রতিশ্রুতি দিয়েছেন। এ ক্ষেত্রে আমি বললে দু’রকম হতে পারে, এ কারণে আমি কিছু বলবো না।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/আরএইচ

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩