Alexa পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড

ভারতকে নিয়ে ব্যঙ্গ

পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০৯ ১১ জুলাই ২০১৯   আপডেট: ২১:১৫ ১১ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে নাটকীয় ভাবে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিটকে যাওয়ায় শোকে মূহ্যমান গোটা দেশ।

ভারতের হারে খুশির আবহ পাকিস্তানে। রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াই কিংবা রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে মহেন্দ্র সিং ধোনির হতাশ মুখ দেখে বুক ফেটেছে ভারতের সমর্থকদের। ঠিক তার উল্টো ছবি পাকিস্তানে। 

সেমিফাইনালে কিউয়িদের কাছে ভারত হারতেই পাকিস্তানের ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করে দেন। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন টুইট করেন, ‘পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড।’ এর সঙ্গেই দাবানলের মতো ছড়াতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল নিয়ে বিদ্রুপাত্মক নানা ট্রল।

ধোনির রান-আউট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি পাক-ক্রিকেটভক্তরা। নিউজিল্যান্ডের ফাইনালে পৌঁছানোকে অঘটন বলছেন সাবেক পাকিস্তানী তারকা পেসার শোয়েব আখতার।  তিনি টুইটারে লেখেন, ‘ধোনি আর জাডেজা প্রায় ম্যাচ বের করেই নিয়েছিল কিন্তু কোহালিদের ভাগ্যটাই খারাপ, বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।’

সাবেক পাকিস্তানী ক্রিকেটার শহিদ আফ্রিদি টুইট করেন, ‘ভেবেছিলাম ইংল্যান্ড বনাম ভারতের ফাইনাল হবে। কিন্তু নিউজিল্যান্ড অসাধারণ খেলল। ধোনি আর জাদেজার মরিয়া লড়াইও কাজে এল না।’

ডেইলি বাংলাদেশ/এমকে

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ