Alexa পাওনা টাকা চাওয়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত

পাওনা টাকা চাওয়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৩ ১২ ডিসেম্বর ২০১৯  

আহত এনজিও ম্যানেজার ইদ্রিস আলী

আহত এনজিও ম্যানেজার ইদ্রিস আলী

নাটোরের সিংড়ায় এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে এক গ্রাহকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

আহত ইদ্রিস আলী যশোরের মনিরামপুরের আহমেদ আলীর ছেলে। তিনি আরআরএফ নামের একটি এনজিও’র সিংড়া শাখার ম্যানেজার।

অভিযুক্ত মো. সেন্টু সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার শুক্কুর আলীর ছেলে।

ইদ্রিস আলী জানান, দেড় বছর আগে আর.আর.এফ থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন। এরপর কয়েকবার কথা দিয়েও তিনি কোনো টাকা পরিশোধ করেননি। সকালে বাসস্ট্যান্ডে দেখা হয় সেন্টুর সঙ্গে। তখন তার সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদ্রিসকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সেন্টু।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতের ঘটনায় লিখিত অভিযোগ করেছেন আহত ইদ্রিস আলী। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/এআর