Alexa পশ্চিমবঙ্গে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

পশ্চিমবঙ্গে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৫ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গরুচোর সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার কোচ বিহার শহরের মাথাবাঙ্গা এলাকায় গরু চুরির সন্দেহে দু'জনকে গণপিটুনি দেয়া হয় বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। 

তারা জানায়, রবিউল ইসলাম ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে দুইটি গরু নিয়ে যাচ্ছিলেন। পথে একদল লোক তাদের আটকায় এবং পিকআপ ভ্যানে নম্বর প্লেট না থাকায় গরু চুরি করছে অভিযোগ তুলে তাদের মারতে শুরু করে এবং ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। কয়েকদিন আগেও ওই এলাকায় গরুর চুরি হয়েছিলো।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের দু'জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

এদিকে, গণধোলাইয়ে বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিনচিং বিল ২০১৯’ পাস হয়েছে। নতুন বিলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। এখন গভর্নরের অনুমোদন পেলেই ওই বিল আইনে পরিণত হবে।

ডেইলি বাংলাদেশ/মাহাদী