Alexa পর্যায়ক্রমে ফোর লেন হবে সব মহাসড়ক: সেতুমন্ত্রী 

পর্যায়ক্রমে ফোর লেন হবে সব মহাসড়ক: সেতুমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫২ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ১৫:৫৭ ২০ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, বেশ কিছু মহাসড়ক ফোর লেনে উন্নীত করা হচ্ছে। যেসব রাস্তা ফোর লেন হয়নি সেগুলো পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কারো সমর্থন চাইনি। তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা দাঁড়িয়েছে। তারা কি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ তুলেছেন? আমার তো মনে হয় না। অভিযোগ আনার মতো কিছু হয়নি।

নির্বাচনে সব দলের জন্য কি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে- এমন প্রশ্নের জবাবে সরকারের এ মন্ত্রী বলেন, আমার নিজেরই অভিযোগ রয়েছে। বিএনপির মহাসচিব প্রচারণা চালাচ্ছেন, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হয়ে পারছি না। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় হলো, এ প্রশ্নটা আমার।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/আরএইচ